চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে দেড় লক্ষ মেট্রিক টন আতপ চাল এবং ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার মেট্রিক টন গম ক্রয়ের অনুমোদন দিয়েছে এফপিএমসি (খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি)। আজ সকাল ১১:৩০টায় খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।
ভিডিও কনফারেন্স/ ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ডঃ মো: আব্দুর রাজ্জাক, এমপি. মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, এমপি. মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি. মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো: তাজুল ইসলাম, এমপি এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাজমানারা খানুম সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মাননীয় খাদ্যমন্ত্রী জানাব সাধন চন্দ্র মজুমদার, এমপি।
সভায় আরও আলোচনা হয় যে, যেহেতু এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে তাই প্রয়োজন হলে সরকারের খাদ্য গুদামে জায়গা খালি থাকা সাপেক্ষে আরো ধান-চাল ক্রয় করার সম্মতি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২০ তারিখে এফপিএমসির সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও চলমান করোনা পরিস্থিতির কারণে সভাটি অনুষ্ঠিত হয়নি।