Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৮

খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল এবং ওএমএস- এ ৩০ টাকা করে চাল বিক্রয় করবে সরকার


প্রকাশন তারিখ : 2018-04-02

প্রেস রিলিজ

           খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল এবং ওএমএস- এ ৩০ টাকা করে চাল বিক্রয় করবে সরকার

 

ঢাকা, ০১ মার্চ ২০১৮

আজ থেকে ১০ টাকা করে কেজি দরে চাল দেবে সরকার। অতি দরিদ্র ৫০ লক্ষ পরিবারকে ১০ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে। খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৫০ লক্ষ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস চাল বিতরন করা হবে। এই কর্মসূচীর জন্য বছরে ৭ লক্ষ ৫০ হাজার মে.টন চাল দরকার হবে।

পাশাপাশি আগামী রবিবার থেকে সারা দেশে ওএমএস  এ স্বল্প দামে চাল বিক্রয় শুরু করবে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর। প্রতি ডিলার ১ মেট্রিক টন করে চাল বরাদ্ধ পাবে। একজন ব্যক্তি সর্বাধিক ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য ধার্য করা হয়েছে ৩০ টাকা। উল্লেখ্য, ইতোমধ্যেই ওএমএস এ ১৭ টাকা কেজি দরে আটা বিক্রয় করছে খাদ্য অধিদপ্তর।  

বর্তমানে সরকারের গোডাউনে মজুদ আছে প্রায় ১১ লক্ষ ১৩ হাজার মে.টন চাল এবং ৩ লক্ষ ৬৮ হাজার মে.টন গম।

                                                                                                                                                                 

স্বাক্ষরিত/-

০১.০৩.১৮

সুমন মেহেদী

সিনিয়র তথ্য অফিসার ও

জনসংযোগ কর্মকর্তা

খাদ্য মন্ত্রণালয়

০১৯ ৩৭ ৪৫ ৫২ ১৮