ঢাকা, ২৮ মার্চ, ২০১৯
আসন্ন বোরো মৌসুমে ১২ লক্ষ ৫০ হাজার মে.টন চাল এবং ৫০ হাজার মে.টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার । এর মধ্যে ১০ লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল, ১.৫ লক্ষ মেট্রিক টন আতপ চাল এবং ১.৫ লক্ষ মেট্রিক টন ধান (এক লক্ষ মেট্রিক টন চালের সমপরিমান) সংগ্রহ করা হবে। ৩৬ টাকা দরে সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে আতপ চাল এবং ২৬ টাকা দরে ধান সংগ্রহ করা হবে। গম সংগ্রহ করা হবে ২৮ টাকা দরে। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত। গম সংগ্রহ করা হবে ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভাশেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেন, গত বছর ৯ লক্ষ মে. টন চাল এবং দেড় লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল সরকার।
বর্তমানে সরকারের বিভিন্ন গুদামে খাদ্য মজুদ আছে ১২ লক্ষ ৯৭ হাজার মে.টন চাল ও ১ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন গম।
খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী ড. এনামুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ জাহিদ মালেক সহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সুমন মেহেদী
সিনিয়র তথ্য অফিসার
খাদ্য মন্ত্রণালয়
ফোন: ৯৫৪০৪৩৫ (অফিস)
০১৯৩৭-৪৫৫২১৮