খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরে নিয়োগ সংক্রান্ত সর্তকতা:
১. লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং সরকারি বিধি মোতাবেক কোটার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
২. কোন দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অন্যকোন অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
৩. নিয়োগ বিষয়ে যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গন্য করা হবে।
৪. মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিম্বা প্রতারণায় অংশগ্রহণ করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।
৫. সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিশ্বাসযোগ্য নিয়োগ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।
সচিব, খাদ্য মন্ত্রণালয়।