প্রেস রিলিজ
ঢাকা, ৭ জানুয়ারি, ২০১৯
খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাধন চন্দ্র মজুমদার। আজ ৩:৩০ টায় বঙ্গভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে তিনি খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি জনাব মো: আবদুল হামিদ।
জনাব সাধন চন্দ্র মজুমদার ১৭ জুলাই ১৯৫০ সনে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত- কামিনী কুমার মজুমদার, মাতা মৃত-সাবিত্রী বালা মজুমদার। ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা সন্তানের জনক। তার মধ্যে ২ জন ব্যাংকার, ১ জন ডাক্তার (সার্জন) এবং অন্যজন প্রকৌশলী হিসেবে কর্মরত।
দীর্ঘ বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরপর ৩বার নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমানে বাংলাদেশ আওয়মীলীগ নওগাঁ জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
সুমন মেহেদী
সিনিয়র তথ্য অফিসার
খাদ্য মন্ত্রণালয়
মোবাইল: ০১৯৩৭৪৫৫২১৮