আজ শনিবার সকালে মন্ত্রী গাড়ীতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। রাস্তার পাশে গোদাগাড়ী সিঅ্যান্ডবি এলাকায় টমেটো-তে স্প্রে করতে দেখেই মন্ত্রী গাড়ি থেকে নামেন। কেন এটা স্প্রে করা হচ্ছে, সে ব্যাপারে কথা বলেন কৃষকদের সঙ্গে। ডাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার ও কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামকে। পরীক্ষার আগে গোদাগাড়ী থেকে টমেটো বাজারজাত না করা নির্দেশও দিয়েছেন তিনি।